চ্যাপ্টার -৭
রিলিজ পেয়ে দাঁড়িয়ে থাকি খোলা আকাশে,
প্রাণভরে নিশ্বাস ছাড়ি নির্মল সিদ্ধ বাতাসে,
সন্ধ্যা হলে রওনা দিব পুরান ঢাকার আবাসে,
দেখা হবে না আর এ শহরে এই এপ্রিল মাসে।


সন্ধ্যা হলে রওনা হয় ঢাকার পুরান ঠিকানায়,
কেউ খুশি কেউ বেজায় দেখতে পেয়ে আমায়,
আমার ঘরে রেস্ট নিলাম লং জার্নি করে আসায়,
একটু পর রাণী এসে খবর নেয় ফিরে দিয়েছে তোমায়।


সাত দিন পর শনি আসে আমার ঘরের দুয়ারে,
কেউ এক জন রিপোর্টটা দেখে ফেলে চুপিসারে,
নিমিষে মাঝে জেনে যায় এইডসে ধরছে আমারে,
চলে যেতে হবে নরকপুরী থেকে অন্য কোন পাড়ে।


এত দিনে ছিলাম যাদের কাছে প্রিয় চোখের মনি,
আজ তারা পর হয়েছে হয়েছি তাদের কাছে শনি,
হুট করে বের হয়ে দেখছি  ছড়িয়ে আছে অসংখ্য সাপের ফণি,
কেড়ে নিল এত দিনের রাত কাটানো আশ্রয়ের ছাউনি।


এই দীর্ঘ সময়ে জমেছিল অনেক টাকা আমার,
সব কিছু নিয়ে বের হলাম, পেলাম অবশেষে উদ্ধার,
কোথায় থেকে আসলো চিন্তা দেখতে চায় পরিবার,
মরার আগে সবার মুখ দেখতে চায়ছে বার বার।


কোথায় থেকে করব শুরু বুঝতে পারছিলাম না,
কে আপন কে পর সবই করতেছিলাম গগনা,
জন্ম থেকে করব শুরু তাই দিলাম রওনা,
টিকেট কেটে বাসে ওঠলাম এই শহর আর দেখব না।


প্রথমে গেলাম পিতৃ আবাসে যেখানে আমার জন্ম হয়,
মা-বাবা মারা গেছে প্রতিবেশীরা এসে আমায় কয়,
সৎ ভাইয়েরা নেশাখোর শহরের এসে পড়ে লয়,
বাড়িতে এখন অন্য কেউ থাকে চিনি না তাদের পরিচয়।


পরে গিলাম শ্বশুরালয়ে যেখানে হয় প্রথম বিয়ে,
কত পরিবর্তন হয়েছে এখানে দেখলাম চেয়ে চেয়ে,
হার্ট এ্যাটাকে শ্বাশুড়ি মারা গেছে রাতে ভয় পেয়ে,
দেখলাম ঝোঁপঝাড়ে কোথায় যেন স্বামী কবর গেছে হারিয়ে।


পরে রওনা দিলাম কারাগারে দিয়েছিল যে আমায় ধোঁকা,
জেল থেকে বের হয়ে গেছে সবাইকে খাওয়ে টাকা,
পাপীষ্ঠ নাকি মারা গেছে ট্রাকের সাথে খেয়ে ধাক্কা,
পুলিশের রিপোর্ট এ তাই লিখা আছে পার হচ্ছিল একা একা।


পরে গেলাম তার কাছে যে আমায় অনেক ভালবেসেছিল,
আজ সে নামাযী হয়েছে সবার জন্য দুয়া করতেছিল,
প্রথমা স্ত্রী মারা গেছে রেপের পর মেরে দিয়েছিল,
শ্যালক টা মারা গেছে সন্ত্রাসীদের হাতে বাসায় যখন ফিরছিল।


দুর থেকে দেখতেছিলাম যেতে পারি নি কাছে,
কি মুখ নিয়ে দাঁড়াবো তার বিশ্বাসের পাশে,
মনে কষ্ট আর চোখের পানি নিয়ে আসলাম বাসে,
দুনিয়াটে বড্ড মায়াবী কেউ কাউকে নাই ভালবাসে।


বাসস্টপে এসে ভাবি কোথায় এবার যাওয়া যায়,
লটারি করলাম শহর গুলো ভাগ্য কোথায় নিয়ে যায়,
ফাস্ট টাইমে নতুন শহরের নাম আসে লটারী পাতায়,
রওনা দিলাম সেই শহরের লিখতে নতুন ঠিকানায়