একটা আকাশ..
বিকেলের মেঘে অন্ধকার।
বৃষ্টি থেমেছে অনেক আগে,  কিছু জল জানালার কাছে মুগ্ধতা রেখে গেছে।      


স্বপ্নের দিন শেষ আজকের সাঁঝ বাতির আলোয় ।
অঝোর শ্রাবণ.... তোমার গ্রীবায় আলোর থেমে যাওয়া।
ক্লিওপেট্রা এমন হেসেছিল বলেই মেলাতে পেরেছি,
নয়তো অসীম সময়ের ঘোর টোপে পড়তো পৃথিবী।            


নিশীথ বর্ষণ মানে প্রণয় নয় ।  
অতলান্ত কোনো সৌন্দর্য ডুবে যাওয়া ও হয়।


কৈশোরে আমার প্লাস্টিক গাড়ীর শব্দে যখন ঘুমের ছন্দপতন... এমনই  এক নারী এসে আমাকে
ঘুড়িয়ে নিয়ে আসতো পৌরাণিক কোনো সমুদ্র
শহরে।


"চন্দ্রমল্লিকা"  তুমি আবার আমার বাহু লগ্না?
তোমার জন্য আজ যে সে ভালোবাসা নেই,
ঘুমে ডোবা স্বপ্ন ঘোরে  যা ছিলো অতলান্ত।


তুমি স্বপ্ন হও আজ ও।
আমি যে সেই ঘুম টুকু চাই।