কি অসুন্দর কঠিন আমরা
কি ব্যস্ততা আমাদের,  ঠকাতে পাশের কাওকে।
কেনো এসব?
সেদিন তো এসব ছিলোনা,  যখন পকেট ভর্তি কৈশোর নিয়ে ঘুরে বেরিয়েছি কেবল বন্ধুত্বের বাহানায়।


এখনো একা আকাশে তাকিয়ে কিছুক্ষণ হয়তো ভাবি, কেন করছি এসব!
ভাবি ই কেবল,
আর  ভেসে থাকি পুরোটায় সেই অনিয়ম সময়ে।


এই সব ছেড়ে ছুড়ে চলে যাবো ভাবছি,
কোথায় যাবো?
এই অনিয়মেই তো সবাই, আপনগুলো,
সব এখানেই।


তবু খুজি সেই পকেট ভর্তি কৈশোর ছিলো সেই সব সময়ের।
একটু সহজ হতে চাই।
সেদিনের মন গড়া বানানো গোছানো
গল্পের মতো ।