এটা আমার একরোখা অসভ্যতা , খুবই পুরোনো।
আমি ফুল পোড়াই।
কি অসভ্যতা!
আমি বুঝতে পারি  এটা খুব বেশী অসভ্যতা,
তবু পোড়াই।
আমার ভালো লাগে তাই।
এই ভালো লাগে বলেই হয়তো পৃথিবীর সব অনিয়ম,  অপকর্ম গুলো হয়।
মানুষগুলো জানে এটা খারাপ, তবু করে,
কোন এক ভালো লাগা আছে তাই।


ইদানিং সহজ মানুষগুলো রাক্ষস হয়ে যাচ্ছে খুব।
কোন জীবনবোধ নেই, আছে শুধু এই হালকা রুচির ভালো লাগা।
ভুলে যাচ্ছে এই সমাজ, সংস্কৃতি  বলে কিছু ছিলো,
ওই সব আবেগ বাচিয়ে রেখেছিলো পৃথিবীর মমত্বগুলো।


কেন? এখনো কি বেছে নেই পৃথিবী?
"সামাজিক যোগাযোগ" মাধ্যম গুলোকে ব্যবহার করে!
আচ্ছা আমার ফুল পোড়ানো টা কি সত্যিই খারাপ কিছু?
ভালো টা কি তবে?  
®