এ শহর থেমে যায় আলো নেভার অনেক আগে....।
অথচ কতো রঙের আলোয়  মধ্যরাতের নিস্তব্ধতাও আমরা রঙিন করে রাখতাম।


প্রয়োজন নেয় বলে আজ কতো আলো নিভিয়ে দিয়েছে কতো কেউ।


এভাবেই প্রয়োজন ফুরিয়েছে বলে কতো নগর, বন্দর অন্ধকার হয়েছে সময়ের আসা যাওয়ায়।
প্রয়োজন নেই বলে  কতো কি ঝাপসা হয়ে গেছে।
কতো কেও হারিয়েছে।


তবু মানুষ বেঁচে  থাকে,
বেঁচে থাকার চিরায়ত নিয়মে।
আলো অথবা অন্ধকারে।    


ভালো থাকুক এই সব আলো, অন্ধকারের  মানুষেরা।
শহর থেমে গেলেও, জেগে থাকা জীবাণুর সাথে যুদ্ধ
করে।  
®