অয়ি শরৎ,
তুমি নীল পথে চালাও শুভ্র মেঘের রথ।
নদীর তীরে, ঘুম কাতুরে দুলছে যে কাশ,
গজিয়ে দিচ্ছে নব আহ্বানের সুখের আশ।
স্নানরতা পাহাড় মুছবে আদুড় শরীর,
উন্মোচিবে দিপ্ত আলো ঘুচিয়ে জীর্ণ তিমির।
চড়ে মেঘের শুভ্র পালকি আসবে শারদী,
বঙ্গবাসি প্রাণ ভরে করবে তারে আরতি।
আনন্দতে মিশবে দুঃখ, ঝরবে বৃক্ষপর্ণা,
ঝরবে বন বাদাড় হতে পাতার ঝরনা।
তুমি হলে পরম ধন হে, অন্নপূর্ণা তুমি,
তব অক্লান্ত দানে নতমস্তকি রহে ভূমি।
তুমি দুত হিমেল হাওয়ার, ঘোষণা বর্ষা যাওয়ার,
তুমি পরম পুজ্য হে, বারংবার।
তুমি ঋতু হে, সেতুবন্ধন মাত্র নয়,
তোমার পূজা সর্বজনিন, সর্বজগন্ময়।।