সামরিক শকুনটা ছিঁড়ে খেয়েছে পতাকা, মানচিত্র, ইতিহাস;
এমনকি সদ্য ওড়না পরতে শেখা কিশোরী গণতন্ত্রের স্তন!
অগোচরে গর্ভবতী হয়েছে কিছু ব্যাংক অ্যাকাউন্ট;
আর আমি প্রতিদিনের মতো দু'টাকার বাদাম কিনে,
মনে মনে হেঁটে এসেছি ছাপ্পান্ন হাজার বর্গমাইল।।


তারপর ছেলে ভোলানো বুর্জোয়া গণতন্ত্র এসেছে দেশে
সরকারি হিসেবে অর্থনেতিক মুক্তি ও সমৃদ্ধি এসেছে;
পত্রিকার পাতা ভরা নায়িকা ও লাশের ছবি এসেছে!
আর আমি প্রতিদিনের মতো দু'টাকার বাদাম কিনে,
মনে মনে হেঁটে এসেছি ছাপ্পান্ন হাজার বর্গমাইল।।