দুরত্ব চাও? বেশ, তবে তাই হোক
চলার পথে পাশাপাশি চলা কি খুব জরুরী?
দেড়শো বছর পাশেইতো ছিলাম।
হাত ধরেছি, মন ছুঁয়েছি, চোখের তারার অবুঝ স্লেটে তোমার নাম লিখেছি।
তুমিও খুব যত্ল করে আমার নাম লিখেছো।
এখন আবার কি হলো? হঠাৎ করে কিসের নেশায় এক পৃথিবী দূরে ঠ্যালো?
সে যাই হোক অ আ ক খ শুনতে চাইনা কিছুই
শুধু জানি অভিমানের পাহাড় নিয়ে চলে গেলে কোন এক সময়
সেই পাহাড় গলে নদী হবে, বুক চিরে ঝরনা হবে।
তার চেয়ে বরং আসো সন্ধি করি।
তোমার দশ আঙুল ছুঁয়ে যাক আমার দশ আঙুল।
পৃথিবী ভুলে গিয়ে চলো দুজনাতেই পুনরায় পৃথিবী দেখি।
এখনো চুপ!
চুপই থাকবে?
বেশ, তবে তাই থাকো।
যে আকাশে অবাধ বিচরণের ইচ্ছে বরং সেখানে যাও।
চলার পথের কোন পৃষ্ঠায় যদি কালো বা ধুয়াশা রঙের কোন গভীর
দুঃখ নেমে আসে, যদি একা চলতে ভীষণ কষ্ট হয়,
রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে যদি কখনো নিজেকে একা মনে হয়,
যদি কখনো ভুলের ছলেও এই হাত ছুঁতে ইচ্ছে করে
তবে সেদিন ফিরে এসো।
প্রতীক্ষার খামের দুঃখ গুলো নীল হয়ে বেঁচে থাকবে কবিতায়।