ভোরের মৃদু হাওয়ায় ঘাসের বুকে জমল শিশির
রমনার বটমূলের প্রতীক্ষায় রমন রমণীরা ছেড়েছে নীড় ।
অঙ্গে জ্বরিয়ে লাল শাড়ি কপালে লাল টীপ
কিশোরীরা যাচ্ছে হেটে, জ্বেলে আলোক প্রদীপ ।
রমণ চায় ধূতি পাঞ্জাবী আর চায় তার প্রিয়া,
ভোলায় নারীদের মন সে বাদাম চানাচুর দিয়া।
বৈশাখ এসেছে তাই জনতা দিয়েছে সাড়া,
আনন্দে মেতে আছে বাংলার প্রেমিক যারা।
বৈশাখ এসেছে তাই সজীবতা দিচ্ছে দোলা
প্রিয়জনকে এদিনে ভাই যায়না কখনো ভোলা।
বৈশাখ এসেছে তাই গাছের পাতায় রোদ্দ্রের ঝিলিমিলি খেলা
শুরু হয়েছে প্রেমিক প্রেমিকার গল্প করে কাটানোর বেলা ।
.বৈশাখ জ্বেলেছে মনে এক অপুরুপ ফাগুণের জ্বালা
বৈশাখে বসেছে বনে হাজারো পাখির মেলা


বৈশাখ দিয়েছে প্রানের সঞ্চার নতুন ছোঁয়া
ভালো লাগার সারাটি বেলা
বৈশাখ দিয়েছে প্রিজনকে কাছে পাওয়া
যারে যায়না কখনো ভোলা ।