জীবন মানে অপার গতিতে বয়ে চলা
স্রোতস্বতীর ন্যায় অবিরাম পথ চলা
চলতে চলতে হটাত একটু থেমে যাওয়া
জীবন মানে অফুরন্ত সুখের ছোঁয়ার মাঝে
কখনো অদূরের কোন দুঃখ ক্রোশ,ত্রাসের আনাগোনা ।
জীবন মানে, হাওয়ায় হাওয়ায় উড়াউড়ি
আবার কখনো ধমকা হাওয়া ঝাপটায় স্তব্দতা ।
জীবন মানে এক চিলতে সুখের পিছনে ছুটে চলা
কখনো সুখ,শোক আর জল তরঙ্গের খেলা ।
আর অপার গতিতে বয়ে চলা ।
জীবন মানে ভালবাসার মহিমায় নিজেকে রাঙিয়ে নেয়া
আবার কখনো নেমে আসে শোকের কালো ছায়া
জীবন মানে এই ধরাতে নিজেকে রক্ষা করার দাবী
শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার এই অঙ্গিকারই ।
জীবন মানে, অলস,অসার,জীর্ণতা ছুরে ফেলে দেয়া
সাফল্যকে সাদরে বরন করে নেয়া ।
জীবন মানে পথ চলতে চলতে হটাত হারিয়ে যাওয়ার ভয়
সে যাওয়া যে শেষ যাওয়া হয় ফিরে আসার নয়।