যখন আমি থাকবনা
এই ধরনীর বুকে
তখন আমায় খুঁজে নিও
রংধনুর রঙ গায়ে মেখে।
যখন আমি থাকব না
এই জগতে,
বন বনানীর অরন্যে যেও
আমায় খুঁজে পেতে।
যখন আমি আড়াল হব
এই সংসার থেকে
তোমার জন্য যাব আমি
ভালবাসার সকল উপমা রেখে।


আমায় তুমি খুঁজে পাবে
বনলতার মাঝে প্রস্ফুটিত ফুলে
আমার হাসি খুঁজে পাবে তুমি
শিশুর খিল খিল মুক্ত ছড়ানো হাসির মাঝে
আমার কান্না খুঁজে পাবে তুমি
আকাশ থেকে ঝরে যাওয়া বৃষ্টির মাঝে।
আমায় খুঁজে পাবে প্রকৃতিতে
বসন্তের বাতাসের সাথে মিশে
দোলা দিয়ে যাব তোমায়
কার্তিকের নবান্নে এসে
ছুঁয়ে দিয়ে যাব তোমায়।
এসে কালবৈশাখীর ঝড়ের রাতে
গল্পের ঝুড়ি বসাবো তোমার সাথে।


শিউলী তলে বসে যখন
ভাববে তুমি আমায়
তখন স্নিগ্ধ এ লগনে আমি
কবিতার আসর উপহার দিব তোমায়।
যখন রাঙা ঠোটে হলদে টিয়া
ডাকবে এসে তোমায়,
গাছের ডালে হলদে ছোঁয়ায়
খুজে নিও এই আমায়।