মৌমাছি মৌমাছি আমার দিকে চাও
পারো যদি শুধু আমার মাকে এনে দাও।
ফুলে ফুলে ঘুরোনা আমার কথা শোন
কোথায় আমার মা আছে একটু খানি বল
সব পাখিদের জানিয়ে দাও এ কথাটি ভাই
আমার মা কোথায় আছে ভাবি আমি তাই।
যাবার সময় মা যে আমায় নেয় নি তাঁর কোলে
কি করে এ কথাটি যাই এখন ভুলে।
আমার হিয়ার মাঝে “মা” লুকিয়ে আছে ওরে
সারা বিশ্ব খুঁজি মাকে পাগলা ঘুড়ায় চড়ে।
হেথায় খুঁজি হোথায় খুঁজি তবুও পাইনা তাকে কোথাও
পারো যদি শুধু আমার মাকে এনে দাও।