ডাকিস না বায়স ঐ রান্নাঘরের চালে
বসিস না আর তুই ঐ বড়ই গাছের ডালে ।
কর্কশ গলায় গাহিস না আর গান
তোর প্রতি যে আমার বড়ই আভিমান ।
আমি গ্রাম্য বধূ পিঠা রাধি রান্না ঘরে বসে
কলসি কাখে হেটে বেড়াই মিষ্টি একটু হেসে ।
নাকে পড়ি নোলক আমি কানে পড়ি দুল
পিঠাপায়েস বানাতে করিনা কোন ভুল ।
শীতের দিনে পুলি পিঠা খেতে ভারি মজা
ঘরের চালে ডাকিস না তুই যা-যা-যা ।
খোকন খুকু তোকে দেখে বড়ই ভয় পায়
তোর ভয়ে তারা হাঁটতে নাহি চায়।
আলতা পড়ি পায়ে আমি হাতে পড়ি চুড়ি
বায়স জালাইসনা আর,তুই দুষ্ট ভারি ।