বাবা মা হারানো একটি শিশুর
দিন শুরু হয় রাস্তায়,শেষ ও হয় সেথায়।
ক্ষুধার কাতর প্রানে তার মুখের আহার হয় ,
ডাস্টবিনে ফেলে রাখা বাসি পচা রুটি
তার নেই কেউ স্বজন মমতাময়ী ,
যে বেধে দিবে উস্কো সস্কো চুলে রঙিন ঝুটি।
সেই শিশুটির বাসস্থান হয় গাছতলায়
ছেড়া জামা পরে দিন কাটে অজানায়।
কখনো গায়ে ধুলি মেখে
করে কাগজ টুকানো শুরু
কখনো ব্যস্ত রাস্তায় হন্ন হয়ে ফুল বিক্রি করে
যাকে দেখলে ধনীরা কুচকায় ভ্রু ।
কখনো নির্মম দুঘটনায় হাত পা হারিয়ে
ভিক্ষার থালা নিয়ে বসে পথে
এই কি তাদের পাওয়া এই ধরনি হতে?
একটি শিশু লেখাপড়া করে হবে জাতির কর্নধার
সভ্যতার উন্নয়ন কেমনে হবে যদি জ্ঞান না থাকে তার?


শিশুদের জন্য চাই পরিবেশ,চাই স্বাধীনতা
ধনী গরীব সকলে আসুন বাড়াই হাতটা
আসুন মোরা আহার তুলে দেই অনাহারী শিশুর মুখে
বস্র, বাসস্থান দিয়ে তাদের টেনে নিই বুকে।
শিক্ষার সুযোগ দিয়ে করি তাদের আলোকিত
একদিন মোরা পাব স্বর্নপ্রভাত মনের মত।