তোমার এই দুটি কাজল কালো চোখে কি জাদু মেখেছো
তোমার হাতের পরশে কিএমনি জাদু লুকিয়ে রেখেছো?
কালো দীঘল চুলে ফুল পড়িইয়ে দেব তোমায়
কেশগুলো সাজাব আমি শিউলি ফুলের মালায়।
কপালে তোমার পড়িয়ে দিব নীল একটি টিপ
নীল শাড়িতে সাজবে তুমি জ্বেলে আলোক প্রদীপ
আলোকের প্রদীপ গুলো জলবে যখন একা
তোমার সামনে আমি তখন দিব দেখা
তোমার দুটি হাতের জন্য এনে দিব চুড়ি
আকাশের বুক থেকে এনে দিব রঙের ঝুড়ি
উড়ে যাওয়া ঘাস  গুলো এনে দিব তোমার জন্য
এনে দিব তাও,যদি বল তুমি আনতে গভীর অরন্য
তোমার দুটি পায়ে নুপুর পড়িয়ে,
চলার পথে দিব গোলাপ ছড়িয়ে।
তুমি আমি দু জন মিলে নৌকায় ভাসব
ধানসিড়িটির তীরে কাশফুলের বনে প্রানখুলে হাসব।
তোমার চোখের চাহনি দিয়ে ধরে রেখো আমায়
হাজার রুপের উপমা দিয়ে সাজাব আমি তোমায়।