হৃদয়ের গহীন অরণ্যে এক ঘূর্নিঝড়
       হটাত করে এসে
মনটাকে ভেঙে চূড়ে টুকরো করে
       চলে গেলো শেষে।


চূর্ন করে আমায় বিদায় নিল সে
ভালবেসে ডোরে বেধেঁছিলো যে


সে ছিল মোর হাসি কান্না
প্রতি প্রহরের ছায়া,
ভালবেসে শুধু শূন্য করে যায়নি
বাড়িয়ে গেল মায়া।
হাজার চেষ্টায় ভুলতে পারিনা তাকে
এ হৃদয়ের সুতার টানে বেধেঁছিলাম যাকে।
এ হৃদয় আজ শূন্য হয়ে আছে পরে
মরুভ্রুমির মাঝে ও অঝোর বৃষ্টি ঝড়ে।


যাবেই যদি চলে তবে কেন এসেছিলে?
ভালোবাসায় সিক্ত করে কেন চলে গেলে?
কেন বুঝ না কত নিঃস্ব এই আমি
তুমি হিনা এ হৃদয় আজ ধূ ধূ মরুভ্রুমি।


আজ বড় অসহায় এই মন
হয়ত বুঝতে, দেখতে যদি এই হৃদয়ের রক্তক্ষরন।