(it was written by me in 2012 when we were hsc       examinee)  


আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে পড়ি
ফাঁকে ফাঁকে মোরা আবার দুষ্টুমি ও করি।
হাসি,আনন্দে আমরা পটু বেশি
খেলতে খেলতে আমরা বাজায় রঙ্গিন বাঁশি
কলেজে তে যাই একসাথে হৈ হুল্লোর করে
চোখের আড়াল হলেও এ কথা মনে পড়ে।
বাসে আর ট্যাম্পুতে রয়েছে শত ঘটনা
মজার এই দিনগুলো কে কখনো ভুলা যাবেনা।
রিকশায় চড়ার কাহিনি ভুলব কি করে হায়!
সকল স্মৃতি লুকিয়ে রয়েছে মনের আঙিনায়।
কলেজে তে হাসাহাসি আনন্দের নাইকো শেষ
শিক্ষক এলে ক্লাশে মনোযোগ দেই বেশ।
সবকিছু মিলিয়ে মোরা থাকি সদা খুশি
মোদের খুশি দেখে ফোটে ফুল রাশি রাশি।


কলেজের ভিতর সরু রাস্তায় হেটেছি অনেক পথ
সকলের ছিল একই আশা একই অভিমত।
আমরা বন্ধুরা সবাই মিলে একে অন্যের তরে
দোয়া করি সবার জন্য মন প্রান ভরে।


বর্ননা তো হল এবার সংক্ষেপে সব বলো
একে একে সবার পরিচয় জেনে আসি চলো
আমাদের সবার ভিন্ন ভিন্ন ঢং
মনে আছে স্বপ্ন শত রঙ ও বেরঙ।


রিক্তা নামের যে মেয়েটি সদা হাস্যজ্বল
অচিরেই পেলো সে বন্ধুদের দল।
লামিয়া নামের যে মেয়েটার মেজাজ গরম থাকে
রুমা নামের শান্ত মেয়ে তার সাথেই থাকে।
শম্পা খুব চুপচাপ ইভা দুষ্টু ভারী
ওদের দুষ্টুমির কথা বলিতে নাহি পারি।
নাচে গানে পটু হল আমাদের নুরিন
দুষ্টুমী তে সেরা সে,রাঙায় সবার মন।
পুরান ঢাকার প্রিথা কলেজ ফাকি দেয়
গল্প,গানে,আড্ডায় সে ও অংশ নেয়।
আইরিন টা সবার সাথে মিলেমিশে থাকে
মাঝে মাঝে কথায় কথায় সুধু যায় রেগে।
মিষ্টি মেয়ে শান্তার কথা বাদ পরে গেল নাকি
এর সাথে জুঁই কে ও কবিতার পাতায় খুজি।
ডালিয়া আর ইন্দ্রার কথা বলব কি আর ভাই
তাদের নতুন জীবন এর কথা আমার জানা নাই।