জোতস্নালোকিত চাঁদের রাত্রিতে
কিংবা আষাঢ়ের অঝোড়ে শ্যামল বৃষ্টিতে
অথবা বসন্তের ফুলের মোহনায়
নতুবা গ্রীষ্মের মিষ্টি রসের ছোয়ায়
মন তোমাকে খুজে পেতে চায়।
কোকিলের কণ্ঠে কিংবা দোয়েলের শীষে
মন চায় পেতে তোমাতে মিশে।
হেমন্তের ফসলের মাঠে কিংবা চৈত্রের বিকেলে
হেঁটে বেড়াই কল্পনায় আমরা দুজন মিলে।
মন চায় তোমাকে নিয়ে চলে যাই পরীর দেশে
যেখানে থাকব মোরা খেলে ধুলে হেসে
মন চায় তোমায় নিয়ে ঘুরব প্রজাপ্রতির পিছু পিছু
দুজন মিলে সাজাব রঙ্গিন স্বপ্ন কিছু।


কিন্তু তুমি তো কাছে নেই ,রয়েছো স্বপ্নের ঠিকানায়
অদূর থেকে ও তোমার ভালবাসা যেন মোরে ছুঁয়ে ছুঁয়ে যায়।


তুমি রয়েছো মোর স্মৃতির আকাশের তারা হয়ে
প্রেম,ভালবাসার অগাধ বিশ্বাস নিয়ে
হৃদয়ের গভীরে অস্তিত্ব জুড়ে
যত স্বপ্ন আমার তা শুধু তোমাকে ঘিরে।
ইচ্ছে করে পেতে ভালবাসার ফুলকে
মন চায় শুধু কাছে পেতে তোমাকে।



( ৮ম শ্রেনী তে লিখেছিলাম।ছন্দ,ভাব, উপমায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)