স্রোতের সাথে ঢেউয়ের মিল তোমার সাথে আমি
ভালবাসার অন্ধকারে ফুল ফুটালে তুমি
মনের মাঝে তুমি আর লেখার সাথে কবি
ভোরের সাথে শিশির আর আলোর সাথে রবি ।
কাঁদার সাথে পানির মিল আত্মার সাথে হৃদয়
ভালই ছিল তোমার আমার প্রথম দেখার প্রনয় ।
চোখের সাথে চোখের ভাব মনের সাথে মন
ভালোবাসা মানেনা গরিব,ধনী,টাকা,পয়সা,ধন ।
চলনা যাই চলে এবার হাতে রেখে হাত
সকল প্রকার দুঃখ বাধা করে পরাঘাত ।
মন ্মানে না কিছুতেই হারিয়ে যায় অচিরেই
প্রেম কেন ধুলিসাত হয়ে যায় নিমিষেই ।
প্রেম যে এক অপরিসীম শক্তি তুমি তার প্রান
জীবন দিয়ে রাখব আমি এই প্রেমের সম্মান ।