নিঝুম রাতে তারার সাথে
       গল্প করে ছোটন
গাল ফুলিয়ে হাত নাড়িয়ে
     করে সে অভিমান।
বৃষ্টির সাথে চাঁদের সাথে
     ভাব নিয়ে চলে
ভাব ভাঙ্গাতে জোনাক পোঁকা
     জ্বল জ্বলিয়ে জ্বলে
ঘুমিয়ে ছোটন সপ্ন দেখে
     প্রজাপতির পাশে
হাজার রুপের রঙ মেখে
    আছে সে বসে


হঠাত এক লালপরী এসে
নিয়ে যায় তাকে লাল পরীদের দেশে
সন্দেশ ,পানতোয়া দিয়েছে তাকে খেতে
মজার সব খাবারে রয়েছে সে মেতে।
খাবার খেয়ে ছোটন ঘুমুতে যায় যখন
লালপরী রুপার কাঠি নিয়ে এল তখন
রুপার কাঠিতে যে অনেক জাদু রয়েছে
ছোটন পেয়েছে সব যা তার মন চেয়েছে
লালপরীদের দেশে সে অনেক কিছু পায়
ঘুম ভাঙলে দেখে কোন কিছুই নাই।