তোমাকে এখন আর মনে করতে চাই না
তোমাকে এ হৃদয় থেকে মুছে ফেলতে চাই।
তোমাকে শিরা উপশিরা থেকে মুছে ফেলতে চাই
সত্যি ই ,আর আমি তোমাকে ভালবাসি না।


কিন্তু মাঝে মাঝে এখনো স্বপ্নে চলে আস তুমি
ঘুমের ঘরে আবার আমাকে হাসাতে চাও তুমি
আবার তোমার ভালবাসায় আমাকে মুগ্ধ করতে চাও
এখনো বারে বারে আমাকে সাড়া দিয়ে যাও।


কিন্তু,আমি তো তোমাকে মনে করতে চাই না
চাইনা ফিরে পেতে আমি তোমাকে
চাইনা গোলাপের মত প্রস্ফুটিত হাসি হাসতে
আর চাইনা আমি তোমাকে ভালবাসতে।
আমি চাইনা আগের মত ছুটাছুটি করি
আমি চাইনা তুষের আগুনে জ্বলে পুড়ে মরি।


অনন্ত, সত্যি বলছি এখন আর
শিশুর কান্না শুনতে ভাললাগে না।
শিশুর আধো আধো কথা বলা,
ঘরের ভিতর ছুটে চলা- যা তুমি আমাকে বলতে,
এখন আর ভাললাগে না।
ভাললাগে না গাছের ডালে বসে থাকা
কোকিলের গান শুনতে
ভাল লাগেনা শাল মহুয়ার বনে
গোপনে চাঁদ দেখতে যেতে।
শিউলী ফুলের মালা গাঁথতে আর
ইচ্ছে করে না,
রাতের আকাশের তারা গুনতে
মন করে যে মানা।


ঝরে যাওয়া ফুল গুলোকে তুলে নিতে ইচ্ছে হয়
মন বলে তারা আমার মত একলা পরে রয়।
চুপি চুপি নির্জনে একাকিত্ত্বভাবে বাচঁতে ইচ্ছে হয়
মানবের কলকাকলি যেখানে নাহি রয়।


সত্যিই তোমাকে আর ভালবাসি না
কিন্তু যখন পেয়ে হারানোর বেদনা
বাসা বাঁধে মনে,
চেয়ে দেখি চুপি চুপি বালিশ
ভিজে যায় চোখের জলে।

এখন শুধু একলা বসে অঝোর বৃষ্টিতে
ভিজতে ইচ্ছে করে,
মনের গহিনে পাহাড়ের কান্নার মত
ঝর্না ধারা ঝরে।