মেঘের কপালে আলো মিটি মিটি হাসে
মাছরাঙ্গার চোখে শুধু মাছগুলো ভাসে।
আঁধারের বুকে চাঁদ আলো দিয়ে যায়
কোকিল কন্ঠী সুরে কোকিল গান গায়।
রাতের আকাশের তারা মিট মিট জ্বলে
ময়না যায় টিয়ের কাছে ভালবাসে বলে
নিল আকাশের বুকে সাদা সাদা মেঘ
তোমার জন্য ছেড়ে দিলাম মনের সকল আবেগ।
ঘাসফুলে ঘাসফড়িং বারে বারে আসে
প্রজাপতিটা উড়ে উড়ে মিষ্টি করে হাসে।
আলতা পায়ে হেটে যায় গাঁয়ের মেয়ে
শাপলা তুলতে যায় বাকা চোখে চেয়ে
নদিতে যেন ভাসে সে এলোমেলো কেশে
শাপলা ফুল তোলে সে মনের সুখে হেসে।
কচু পাতার পানি করে টলোমল
সে যখন হাসে করে ঝলোঝল।
হাতে নিয়ে শাপলা ফুল মাথায় দুই বেনী
তা নিয়ে সব সখীরা করে টানাটানি।
এলোকেশে মেয়েটি গাথে বকুল মালামতি
রুপসি সেই বালিকার নামটি কেশোবতি।
সব সখীরা চায় তাদের মনের সখা
কেশোবতি মেয়েটি চায় সূর্যের আলো রেখা।
তার মত রপসি গায়ে আছে বা ক”টি
সে হচ্ছে সারা গাঁয়ের অপূর্ব কেশোবতী।