যেখানে চারিদিকে বেষ্টিত ছিল শিক্ষার বলয়,
সেই স্মৃতি বিজারিত মোদের বিদ্যালয়,
মনে আছে প্রথম মায়ের হাত ধরে,
প্রবেশ করেছিলাম শ্রেণী কক্ষের ঘরে,
বন্ধুদের সাথে কত দুষ্টমী,
স্যার ম্যাডামদের কত বকুনি,
আজও হয়নি মলিন,
সেই সব স্মৃতি আমার মন ক্যানভ্যাসে রামধনুর মতো রঙ্গিন,
মনে আছে বর্ষায় আছাড় খেয়ে স্কুল যাওয়া,
বাড়ি ফিরে মায়ের কাছে কড়া হস্তে মার খাওয়া,
ক্রমে ক্রমে ধাপে ধাপে কঠিন পরীক্ষা দিয়া পার করছি শ্রেণী কক্ষের সিঁড়ি,
হাজারও ঝঞ্জা বুকে করে রেখে যাচ্ছি কিছু স্মৃতি,
সারা বছরের যত পরিশ্রম পরীক্ষাকে ঘিরে,
আসানুরূপ মার্কস যদি না পায়,তবে পিতার কড়া হস্তে পিঠের চামড়া উঠবে,
খেলার সাথে পড়ার সাথে শিক্ষক মন্ডলীর যোগদান,
ভোলা যাই কী অতি সহজে তদের অবদান?
সব সময় দুষ্ট মিষ্টির খেলাঘর যেন এ বিদ্যালয়,
জীবনের অর্ধেক সময় এইখানেই অতিবাহিত হয়,
সকলের জীবনে বেশিরভাগ ভালোবাসা বিদ্যালয়কে ঘিরেই রই,
তবে কেন এখনও অনেক ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে যেতে লাগে ভয়?