ভাবা যায়  হেমন্তের বাতাসে কাশফুল ঝরে যায়,
বৃষ্টি তখন নেমে আসে।
কেমন জানি হয়,
বসন্তে কোকিল ডাকে না পাতাগুলো ঝরে বাতাসে।


বিপরীতে কি আর?
বর্ষার ঋতুতে বৃষ্টি নাই,
ফসলগুলো পুড়ে যায়
কৃষকেরা দেনায় পালিয়ে যায় পাশে।


কত দেখেছি ঋতুরাজ!
এসব কবিতার পাতা আর কাগজের ভাজ।
এগুলোর আজ নেই কোন কাজ,
মানুষের মনে আজ প্রেম নেই
সত্য ভাষার বুলি নেই,
মরুভূমির মতো পড়ে আছে জ্যৈষ্ঠের মাটিতে।


কি ভাববো?
সে দিনের সাথে কোন মিল নেই।
কেন মিল নেই?
কেমন জানি সব যান্ত্রিক,
মাঠগুলো পড়ে আছে ঘাসে।


মানুষের হৃদয়ে প্রকৃতির ছোয়া নেই,
সব বালুচাপা পড়ে আছে।
তাই প্রকৃতিও ফাঁকি দিচ্ছে আমাদের কাছে।


এগুলো  কি ভাবা যায়?
মেঘগুলো উড়ে যায় বাতাসে,
অসময়ে বৃষ্টি হয় বন্যায় ভাসে চারপাশে।