আমি ক্ষুধার্ত ছিলাম,দুমুঠো দুবেলা খেতে পারিনি।
আমি লাজুক ছিলাম হাজারো কষ্ট পেয়েছি তবুও চাইতে পারিনি।
আমি ছোট ছিলাম,আমার যন্ত্রনাটা কারো চোখে জ্বালা ধরেনি।


আমি ক্ষুধার্ত ছিলাম কষ্টে দুচোখ আকাশ থেকে নিচে নামিনি।
কতো হেটেছি কতো খুজেছি,
ক্ষুধার রাজ্যে আমার দুহাত খুঁজে পাইনি।


আমি হতাশ হয়নি কখনো চুরি করিনি,
আমিনা দুমুঠো খেতে পারিনি।
আমি ছুটেছি কংক্রিটের শহরে,
কেও আমাকে চিনেনি।
হোটেলের সামনে থেকে দেখেছি কত খাদ্য,
ঘ্রাণ গ্রহনেই সপ্তাহ পার করেছি।
আমি ক্ষুধার্ত ছিলাম,
আমিতো কোন পাপ করিনি।


গাছে গাছে ফুল, নতুন পোশাক কানের দূল এগুলো চোখে পড়িনি।
চোখের সামনে দেখেছি সুকন্যা রুটি
কোখনও খেতে পারিনি।
আমি খুদার্থ ছিলাম, খাদ্য কখনো আমাকে আপন করেনি।