দেখা হইনা মনে একা,
সাদামাঠা ছবি অাঁকা।
প্রভাত ফেরিতে জেগে ওঠা ফুল
নাইকো তাহার স্বপ্নে বাহার বাস্তবে করিনি ভুল।


শান্ত মনে নির্জনে বসিয়া বসিয়া ভাবে তাই, কে মনের মাঝে বসে রয়?
কি ভাবিবে ফল নয়নে আসে জল
পিছন ফিরিয়া তাকিয়ে দেখে শূন্যে বিশাল।


ভাসিয়া মন জলে কালশী কানাই
ভাবিয়া মরি কেন এতো ভুল সাধনায়।
কতোটা দিন ভাবি আঁকি নীলের মাঝে সাদা বেদনা,
উড়ন্ত ঘুড়ি আকাশে যাবি উড়ি -
গাছের পাতাগুলো সাদা হবেনা।


আঁকাবাকা চেনা পথ বনফুল দিয়া মাথা সাজ
দেখবো আমি আড়াল থেকে ভুলে যাবো না।