অভিমান বিবেক
প্রাণে অবিরত
সুখকেই খোঁজে শুনতে চায়
তার বাণী কোকিল কন্ঠে সমধুর
প্রিয়দের ভুলে অন্যের
মাঝে নিরন্তর।

কখনো আবেগ লেনাদেনায়
খুশির জোয়ারে ভাসায়,
সমাজের বিষাক্ত পোকা
একাই যেনো সেই দোষী।

উস্কোখোস্ক চুলে
এলোমেলো হাওয়ায় খেলে
মাঝির ধূসর-লাল পাল খোলা গগনে
বয়ে যায় সিতারার মেলা অহরহ।

অভিমানী ভালবাসার
আঙিনায় গেঁথে নাও নিজেকে,
নিশি হওয়ার কিছুটা বাকি ;
যেও না চলে ভোর হোক যখনই।