স্বাধীনতা তুমি হাজার হৃদয়ের ধ্বনি
    তুমি ইতিহাস লেখা নতুন এক বাণী,
  রক্তের স্রোতে নদীর কিনারায় দাঁড়িয়ে
           তোমায় এনেছি ছিনিয়ে।
     হাজার গাঁয়ের চোখের অশ্রু তুমি
নাকি হাজার তরুণের বুকের রক্তে রঙিন ভূমি
              তুমি কোন সেই শ্লোগান
      বুলেটের গুলিতে নিয়ে নাও প্রাণ।
       তুমি কোন সেই পাওয়া পাওয়া,
     যার জন্য রাজপথে নেমে আসা।
         তুমি কোন সেই স্বাধীনতা
         মৃত্যুর কূপে দাঁড়িয়ে থাকা
নাকি হাজার বোনের অশ্রু মাখা কথা।
        তুমি কোন সেই স্বাধীনতা
মায়ের চোখে সন্তান হারানো ব্যথা,
না নব বধূর রঙিন স্বপ্ন রক্তমাখা কথা।
তুমি হাজার মনের জমে থাকা ব্যথা
তুমি হাজার চোখের অশ্রু মাখা স্বপ্ন গাঁথা।
              তুমি সেই স্বাধীনতা
তোমার জন্য আজ ও বেঁচে থাকা।
তুমি ইতিহাসের নতুন এক স্মৃতির কথা
অমর হও হে আমার স্বাধীনতা!