কেমন জীবন
            কোথা থেকে তার আগমন?
কোথায় তার গমন ।


চলতে চলতে হয় দিশেহারা
বার বার যন্ত্রণা দেয় সাড়া
পথে মাঝে হোঁচট খেয়ে পরি
সেই পথে আবার খুঁজি সাফল্যের তরী।


দিশেহারা জীবনে কাটে না সময়
একাই ভুল বার বার হয় তো হয়
সু'সময়ের ঘড়ি চলে তাড়াতাড়ি
দুঃসময়ে চলেই না ঘড়ি।


সব যন্ত্রণা কখনো দিশেহারা করে জীবন
বেছে নেয় কখনো কেউ কষ্টময় মরণ
কখনো আবার জীবনের মায়া হয় কঠিন ব্যাপার,
বারবার ফিরে আসে না জীবন আর
জীবনকে কাটিয়ে ও না অবহেলায়
মনে রেখো জীবন একটাই তোমার।


দুঃসময়ে আসিলে কর তাকে জয়
হয়তো সেটাই জীবনের সাফল্যেময়।