লাল রক্তিম রং এ ফুটবে সকাল
         চৈত্রের ক্লান্তি শেষে
     সাদা রং এ ভরবে বিকেল
           সকল দিবা এসে।
        মনে আজ বাজে শাঁখ
বাঙালীর জীবনে এলো বুঝি বৈশাখ
       নানা রং এ সাজবে প্রকৃতি
সকল বেদনা মুছে জমবে সুখের স্মৃতি।
        সকল বি বেধ গিয়ে ভুলে
           মালা হবে এক ফুলে
       এক ক্যানভাসে হবে ছবি,
               শিল্পীর রং তুলিতে
             মুছবে না সেই ছবি
      রয়ে যাবে বাঙালীর হৃদয় পটে।
হৃদয় মাঝে তোমার জন্য বাজে শাঁখ
তুমি বার বার ফিরে এসো হে বৈশাখ।