স্বপ্ন হীন ছন্দহীন কখনো জীবন
     ব্যর্থহীন কষ্টে কাঁদে মন
          তবুও জীবন চলে
    বাঁচতে শিখায় নতুন করে ।
       কষ্ট মুছে স্বপ্নের ছলে
       নতুন স্বপ্ন জ্বলবে ঘরে
        কত সুর যায় হারিয়ে।
   কত কথা জমে মনের তীরে
      কত অভিমান জমে মনে
কখনো অন্ধকার জমে জীবনে,
  কত প্রদীপ হয় আলোহীন
   কখনো জীবন হয় অর্থহীন।
কত পাওয়া না পাওয়ার মাঝে
  জীবন চলে সুখের খোঁজে,
কত ব্যর্থতা জীবনে জাগায় ভয়
   কত কষ্ট জীবন করে জয়
জীবন কাঁদে কখনো ভালবাসায়।
  তারপরো বেঁচে থাকে আশায়
   শতশত স্বপ্ন চোখের পাতায়
আর স্মৃতি জমে শুধু জীবনের খাতায়॥