ব্যক্তিত্ব হলো বড় সম্পদ
   গড়তে হয় একটু একটু করে
হারিয়ে যায় কখনো হয়তো মানুষের ভিড়ে।
    তবুও তাকে হারাতে নেই
        দিতে নেই ব্যথা
    দিন শেষে ব্যক্তিত্বই
    বলবে নতুন কথা।
জীবনে নতুন কিছু করবে সে উন্মোচন
   তৈরী করবে নতুন নতুন ভুবন,
  রং মাখানো এই সমাজে  
  কয়জন তাকে খোঁজে।
  ধুলো মাখা এই শহরে
  দিন দিন যায় সে হারিয়ে
কুয়াশার মতো করোনা তাকে ঝাপসা
তাহলে জীবনে বাড়বে হতাশা।
ব্যক্তিত্ব জীবন ময় বড় সম্মান
দিবা শেষ এটাই জীবনের
  এক বড় অবদান।