কিছু কথার শব্দ নেই
                            আছে শুধু ব্যথা
         কিছু কথার ভাষা
                           আছে শুধু মমতা।
         আদরের সর্ব চূড়ায় কারো স্থান
        বিলাসীতার ব্যাখ্যা দেয় বর্তমান
        বহু আছে তবুও না পাওয়া ক্ষুধা
         সর্ব শিখরে উঠার লড়াই সর্বদা।
কারো অবহেলায় জীবন চলে না পাওয়া কূলে
      ভাবে হয়তো পৃথিবীতে এসেছিল ভূলে
     নৃশংসতা তৈরি করে এক এক কাহিনী
      প্রকাশ পায় না কভু অসহায়ের বাণী।
             একই মাটি একই আকাশ
                  ভিন্ন তবুও বসবাস
                 একই গন্ধের বাতাস
                  ভিন্ন নয়তো প্রশ্বাস।
              পেটের ক্ষুধা একই ব্যথা
                   ভিন্ন শুধু খাদ্য কথা
               কার ভাগ্যে খাদ্য সু-স্বাদ
         কারো ভাগ্যে আসে না বি -স্বাদ।
   কারো জীবন চলে সোনালীর আলোয়
                 কারো কাটে না আঁধার
             জন্ম স্থান ভিন্ন করে জীবন
        একই সূত্রে গাঁথবে হয় তো মরণ।
    ওপারে ও কি থাকে আবার বিসন্নতা
       থাকবে কি সেথায় অসীম ভিন্নতা?
       মরণ যদি হয় সবার একই দল
      তবে পৃথিবীতে কেন এত কলছল
           কেন কেউ হবে ঋদ্ধবান
          কেন থাকবে এত ব্যবধান।
               জন্ম লগ্ন একই মাধ্যম
      জন্মের পর কেন হয় কেউ অধম
         তবে কি সব পৃথিবীর নিয়ম?