ভেবে ছি এই বভে
আমার একটা তুমি হবে
কত কথা ছলে রাখবো তারে
কত আড়াল করে রাখবো ধারে।
ভাবতে তো নেই কোন নিয়ম কানুন
তাই ভাবনাটা অনেক দারুণ
কত তুমিতে দেখেছি যে আমি অভিনয়
পাল্টে গিয়েছে তারা ঠিক সময়।
কার চোখে মুখে কান্নার পিপাসা
কার মিটেনি আনন্দের আশা
কার রাত দিন স্বপ্নে বিভোর
কার হতাশায় কেটেছে ভোর।
তাই যে তুমি আসনা কারো জীবন
মূল্য দিও তার মনকে
যতটুকু পার তোমার মতো করে
রেখে যেওনা তারে অন্ধকারে।
নয়তো এ সোনা কারো বভে
ভাবনায় থেকো জীবনে তবে
যাকে ভেবে আনন্দ নিবে।
হয়না কার তিক্ততার সুর
তার থেকে থেকো বহু বহু দূর।