করোনা কোলাহলে এসে গেছে দুর্মর বৈশাখী
থেমে নেই শস্যের বীজ অঙ্কুরোদগমে
রবি ও খরিপ দুই মওসুমে
সরবরাহ-যোগানের দায় নিয়ে
ঘরে বাইরে হাওয়ায় হাওয়ায়
এলোকেশী নাড়ুয়া তরঙ্গে বৈশাখী


আম কুড়ানোর সুখ নিয়ে শাঁখের স্বরে
মাঙ্গলিক আবেদনে খামারে খামারে
টিয়ের চঞ্চু ছুঁয়ে গতরে গতর মিশে
ধানের চারারা কলতানে জেগে ওঠে


নতুন নবান্নের স্বাগতম বার্তা
উঠোনে উঠোনে ধান দূর্বা আর কাঁচা হলুদে
বৈষ্টমীর আহবানে আসে
বাঙালীর জীবনের দাওয়ায়
খৈতানের বারান্দায় অদৃশ্যের প্রেমে
কুমারী মেঘের অবারিত আঁচলে-
কালো কাজল মেখে আসছে কালবৈশাখী।