যাবার আগে সব মায়া ছেড়ে যায়
এই নশ্বর জীবনের দেহ
পরম প্রিয় মানুষেরা পর হয়ে যায়
বস্তুগত বিষয় চেতনা ছিন্ন গৃহ
কেবলই অন্য এক পথের দিকে ধাবিত সময়
আলোর কণা ভাসতে থাকে দু’চোখের তারায়
ঝিলমিল পর্দার পর পর্দা ওঠে
বিস্মৃত হতে হতে আর মনে থাকে না কিছুই
তারপর না থাকাটা সত্য হয়ে ওঠে
এই হাসি-কান্না, মান -অভিমানের খেয়ায়
ভেসে ভেসে মানুষ মৃত্যুকে স্বাগত জানায়
আপন আপন সম্পর্কের অদৃশ্য ছেদ অাঁকেে
এইভাবেই হয়ে যায় বিস্মৃত মায়ার পৃথিবী।