অবসর----
গদ্য কবিতা


তুমি যেদিকে আলগা রাখো সম্পর্কে --
অদৃশ্য রাখো---
অস্পৃশ্যের বিধি বাঁধো
ঠিক আমি দেখি তার বিপরীত।
কেন?---সে তুমি প্রশ্ন করতেই পারো
সে অধিকার তোমার আছে
বিশ্বাস করো এতটুকুন আঘাত করার ইচ্ছে আমার নেই
তুমি তোমার দিকে শক্ত যুক্তি তুলে ধরতেই পারো
সে অধিকার তোমার আছে ---
তুমি আয়নার সামনে কখনো দাঁড়িয়ে প্রশ্ন করেছো
তোমায় কেন এতো অপছন্দ করে?
তোমায় কেন মন্দ বলে?
তোমায় কেন এতো তিক্ততায় এড়িয়ে চলে?
না --তুমি প্রশ্ন করো নি
বরং তুমি নিজের দাম্ভিকতায় সেরা মনে করো নিজেকে
তুমি উঁচু গলায় বলো আমার ভুল ছিল না
কিন্তু ভাবো তো--
যে তোমাকে এতো স্নেহ করতো এতো ভালোবাসাতো
সে কেন আজ এতোটা তিক্ততায় সিক্ত
কেন সে আহত--
কেন সে অধিকার ছাড়ার কথা ভাবছে !
আদৌ এসবের প্রয়োজন আছে কি!
তোমাকে অসম্মানিত রাখতে বা দেখতে তার কি প্রয়োজন!
না ----তাঁর ছিটেফোঁটাও ইচ্ছে নেই
সে আসলে নিজেকে আড়াল করে বাঁচতে চায়
সে চায় অব্যাহতি
আদতে জীবন ছোট্ট প্রত্যাশা ভিন্ন
অবসরে সচ্ছতায় যদি একটুকুন শান্তিতে চিরনিদ্রায় শায়িত হতে পারে।


রি---
৩০.০৩.২০২৪.