একটা  সময় পর~~


একটা সময়ের পর মানুষের সব কিছুতে অসহনীয় হয়ে পড়ে
বড্ড বিরক্ত এসে যায়!
সুন্দর পৃথিবীতে আর সুন্দর অনুভব হয় না
চোখে ঝাপসা লাগে
মিষ্টতা তিক্ততায় পরিণত হয়।
চারাগাছের বাড়ন্তও কেমন রুখতায় দৃশ‍্যিত হয়  
কোমল হৃদয় বিতৃষ্ণায় দগ্ধ হয়
হৃদয় ভারাক্রান্ততায় ছেঁয়ে যায়
চরম সত‍্যকে মেনে নিতে অস্বীকৃতি জানান দেয়!
বিকিয়ে যায় দেহের কলকব্জাও
কোথাও একটা অস্বস্তিবোধ কাজ করে
বেঁচে থাকার আনন্দকে অতিষ্ঠ করে
মৃত্যুর কামনা হৃদয়ে বাস করে
জঞ্জাল কটুক্তি হৃদয়ে সহজাত হয়
প্রেমহীন নিস্ক্রিয় অনুভূতি স্হায়ী হয়
দীর্ঘায়ু বাসনার লুপ্ততায় জীবন পূর্ণতা পায়
হাস‍্যোজ্জ্বল পৃথিবী ধোঁয়াশায় আবৃত হয়
শামুকের র্নিমোকের মত হৃদয়ের অনুভূতি হয়
খোট্টামির মত আচরণ দৃষ্টিগোচর হয়
অপ্রিয় হলেও সত‍্য যে প্রস্থান দেবও নিতে অস্বীকৃতি জানায়
আদতে নিয়ম যে নিয়মের গতিতে চলে।
শব্দরা বেসুরা গীত রচনা করে
মধ‍্যরাতে একাকীত্বের বিড়ম্বনায় জীবন দুঃর্বিসহ লাগে
কিন্তু তবু বেঁচে থাকতে হয়
দেহরথের ছাপাখানার কাজ চলতে থাকে,
মেশিনের কলকব্জা যখন নিস্কর্মণ‍্য হবে তবেই ছুটি নেবে
প্রিয় ও কেমন সাথী হারা চলে আপন ভুবনে।।
☆☆®®
15.11.2022.