ঝরোঝরে বাদল চারিধারে
রবি অস্তাচলে দিবায়,
আঁধার ঘনায়ে বিজলী চমকিত
তনুবরের হৃদপিণ্ড অনুকম্পায়!!
নির্জন কোণে ভাবে মনে
কত প্রশ্ন বিলুপ্ত প্রায়,
সুখে-দুখে মুখোমুখি কেন?
বারিপাতে মুছায়ে অভিপ্রায়।।
জগত সত্য মায়া মিছে
জীবন ফিরে রঙ্গ রূপতায়,
গভীর জালে রেখে প্রশ্ন
ঘনঘোর নির্জন তায়।।
হৃদয়ে অনুভবে প্রকৃতির সুরে
ছবি আঁকে জল আল্পনায়,
বাদল আজি চিহ্ন রেখে
পান্ডুলিপি দস্তখতে রয়।।
এমন স্মৃতি রহিবে অমলিন
সুপ্ত জাগিবে বরষায়
নীতি ক্ষণে চিত্র মধুরতা
অমৃত সিঞ্চনে বাদলে বসুধায়।।


রচনাকাল:22.06.2021
জমা:2.07.2021