ধর্ম ধর্ম করে গলা উঁচিয়ে ধরে সবাই
আসল ধর্ম টা কি?
এযুগে নাকি ধর্মের পদ-পদবী রয়
আমি তো দেখি সেবা,অহিংসা বিবেক জাগ্রত মনুষ্যত্বের থেকে বড় কিছু যা তা ধর্মের তকমা রয়।।
ন্যাকি সব
গরিব অভুক্ত দুঃখীর সেবা কে করে?
এ তো দেখি সেল্ফি ,পদবীতে দানের পূর্ণ্য মাহাত্ম্যে লুপ্ত রয়।।
লৌকিকতায় ছড়াছড়ি অজ্ঞেই কারাবাস
এক টাকা দান করলে গলা উঁচিয়ে সর্বনাশ
ন্যাকি সব
ধর্ম ধর্ম
ধর্ম তো পদ ,উপাধি চায় না চায় মানবতার সদগুনাশ্রয়।।
সুপ্ত আর কেউ চায় না
চায় প্রকাশ্যে সুখ্যাতি গুনগান
নাম পদবী উচ্চ আসনে টলে সর্বোচ্চ অধিষ্ঠান।।
ধর্ম নাকি পদবীধারী
ধর্ম নাকি সমাজ সেবা
ধর্ম নাকি প্রতীক প্রদর্শন
আমি তো দেখি ধর্ম ধর্মের অস্তিত্বেধারণ নয়
আমিত্বের প্রসারে করে যা ছাড়কার।
ন্যাকি সব
শুদ্ধ অর্থে ধর্ম দেখাও
ধর্ম তো অহং বর্জন নিষ্কামে করে আশ
হিতাহিত মঙ্গল কামনায় চেতন বুদ্ধির করে সুপ্রকাশ।।