হারতে আসিনি


হারতে আসিনি তোমার কাছে
প্রাপ্যটুকু আদায় করতে এসেছি
এসেছি অধিকারটুকু ছিনিয়ে নিতে
অকারনে যা তুমি বঞ্চিত করে দিলে!!


পুরে দিলে যখন তুমি গৃহকোণে
একরাশ স্বপ্ন তখন ভেঙ্গে চোরাবালিতে মিশে!
অন্ধকারে নিমজ্জিত বিভোর সেই আমি
স্বপ্ন দেখি মেরুদন্ডীর ন্যায় দাঁড়াবার।।


তিলে তিলে ঠাঁই খুঁজি নতুন শেখার
হারতে নয় বাঁচার নয়তো গিরি পারাবার
মসৃণ নয় দাও ভেঙে যত সহসা
তবু মাথা নত নয়কো ঘুরে দাঁড়াবার।।


হারতে আসিনি তোমার দম্ভে  কিংবা রোষে
এসেছি প্রেমাশ্রুতে নব গীতি রচিবার
শৃঙ্খলের বেরী ভেঙে মুক্ত করতে
এসেছি জগতের যত অন্ধ নাশিতে সংস্কার।।


ক্ষীণ আশা যখন নিষ্প্রভে দমকা হাওয়ায়
তবু জিইয়ে রাখি প্রত্যাশা নতুন ঊষার
মলিন বাস্তবতাকে ফিরিয়ে লড়াকু সেই আমি
রাশ টানি বিনিদ্র রজনীতে অর্নিবার।।