যদি বল---


যদি বল কেন লিখি কিবা প্রয়োজন
মিছে লেখা অপ্রাসঙ্গিক যতো মূর্খের প্রলোপন
আমি বলি লিখি সুখে যত গোপন পীড়ন
নেই বাঁধা অকপটে প্রকাশ্যে আলোড়ন।


যদি বল ভীমড়তি মতি নেই কাজে
কিবা আসে যায় মিছে লেখক তবে।
আমি বলি লিখি কত অনাড়ীর লড়াই
মিছে কেন? মতান্তরে ভিন্ন যতেক--


যদি বল কড়ি নেই তবে--
প্রহসন যত রঙ্গমঞ্চে দীনের অন্তরীণে।
আমি বলি জহুরী জহুর চিনে গো
মিছে পিছু ছুটে নাকো অ-কাজে।


যদি বল ফুসমন্তর লেখা কি বাজে!
অকারণে ভেংচি কাটা তোমা নেহি সাজে।


যদি বল এ লেখনী তড়োয়াল লাগে
আমি বলি সত্য অবিচল ঝুট নেই ভাগে।


যদি বল নেই কাজ আর কিবা হবে
আমি বলি যে যেমনি ভাবনা অগ্রে তবে ।
যদি বল পাগলের প্রলাপ যতেক নিরেটে-
আমি বলি প্রজ্ঞা ছাড়া লেখা কি তারে সাজে!


রি----
০১.০৪.২০২৪.