কবি হতে  আসিনি~~


কবি  হতে আসিনি
এসেছি নিঁখাদ সত‍্যকে তুলে ধরতে!
কত কষ্ট বুকের পাঁজরে চাপা পড়ে
কত অনাদর অবহেলায় নিজের বাঁচার ইচ্ছেটুকু বিসর্জন দেয়
গল্পের মোড় খোঁজে নিস্তব্ধতায়
সে সব চিরন্তন সত‍্যের কথা বলতে এসেছি!
এসেছি মনের  অন্তরালের কথা সকলের নিকট ব‍্যক্ত করতে
প্রাণ ভরিয়ে খোলা জানালার মত মনের ভাবটুকু নিগঢ়ে দিতে
ভাঙ্গা কাঁচের টুকরোর মত অসত‍্যকে ছুড়ে দিতে
এসেছি ঘরকন্নের ব‍্যাথাতুরের আত্মজীবনী ব‍্যক্ত করতে।
কবি হতে আসিনি,
অলিক স্বপ্নের রূপ দিতে আসিনি
এসেছি ক্লিষ্টের উপ‍্যাখান ব‍্যক্ত করতে!
এসেছি হাজার লড়াকুর বেঁচে থাকার রসদ জোগাতে
এসেছি নিষ্প্রভ লুন্ঠনের রশনি জ্বালাতে।
বিশ্বাস করো বা না কর
আমি কবি হতে আসিনি
এসেছি অগ্রন্থিত উপাখ‍্যানের সচল রাখতে
দ্রোহের মুখোশ উন্মোচন করে  র্নিমল আনন্দ দানে
এসেছি অনুপ্রাণিত হতে
নয়তো বিমল হৃদয়ে ক্ষত নিশ্চিহ্ন করতে
বিশ্বাস কর কবি হতে আসিনি
শুধু হতে চেয়েছি একফালি চাঁদের বিচ্ছুরণ!
☆☆®®
১২.১২.২০২২.