কন্ঠস্বর~~


কবি তুমি কি রাত জাগ?
তুমি কি আমায় নিয়ে লিখ
আমায় নিয়ে  উপ‍্যাখান রচনা করো
লিখ কি কোন সাধারণ গৃহপরিচারিকাকে!
না খিল্লির খোরাক জোগাও
টপিক  উঁচিয়ে সুনাম জোগাও
নাকি মিডিয়ায় দৌঁড়ে উপস্থাপন করো সাধারণের অসাধারণ ভাবনাকে।
কবি তুমি আজ যে কবি হয়েছো তা
আমার মত সাধারণের দৌঁড়ে।
উপ‍্যাখান আজ যত গ্রন্থিত হয়েছে  সব আমার মত অগ্রন্থিত সাধারণের
আজ যা নতুন দেখ কবি তুমি
তা কালের সাক্ষী হবে
নতুন প্রজন্মে আমি তুমি হয়  অতীত হব
নয়তো কোন সৃষ্টির নেশায় আজন্ম নিমগ্ন থাকব
হয়তো আমাদের মধ্যে থেকে কেউ মহামানব থেকে যাবে
আজন্ম কাল হয়তো পূজোর বেদীতে পুস্পক অর্পণ করবে
কবি তুমি কি রাত জাগো?
জানো কত নিরীহ নারীর ক্রন্দন!
কবি তুমি কি জানো প্রতিবাদহীন নারীর কন্ঠস্বর
রাত জাগে সে নারী
সে কিন্তু কবি নয়।
13.01.2023
☆☆রিনা দাস।