অলক্ষী ---


আমরা কতো সহজে অন্যকে দোষারোপ করি
কত সহজে অপরকে অপয়া বলি
কত সহজে কত সহজে--
কিন্তু ভাবো তো -তোমায় যখন এই অসভ্য শব্দের বাণেবিদ্ধ করবে
তখন তোমার মনের অবস্থা কি হবে!
না তোমার তাতে কিছু হবেনা যদি না তুমি অমানুষ হও।
আর যদি তুমি প্রকৃত অর্থে মানুষ হও
তবে এ শব্দ উচ্চারিত হবার আগে অন্তত নিজেকে প্রশ্ন করবে
শান্ত মনে বিবেকের কাছে
ঠিক করছি !
পৃথিবীতে নিখুঁত বলে কিছু হয় !
নির্ভুল হয় মানুষ !
আমি আপনি আপনারা সবাই
যদি বিন্দুমাত্র শুভ বিবেক সত্যি থেকে থাকে
তবে অপরকে দোষারোপ করার আগে অন্তত নিজেকে--
নিজেকে আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে জিগ্গেস করো
এ শব্দ আমার সাজে।।


রি----
০৬.০৪.২০২৪.