গদ্য কবিতা


সবাই প্রতিষ্ঠা চায়
কেউ চায় জীবনের প্রতিষ্ঠা
কেউ চায় দেবতার প্রতিষ্ঠা
কিন্তু যে বৈদিক যজ্ঞে দেবতাকে প্রতিষ্ঠা করি, সে কি প্রতিষ্ঠা চায়?
আমরা ভেবে দেখেছি কখনো
যে প্রতিষ্ঠা পায় সে শোভাবর্ধন করে
আমরা মরীচিকার পিছু ছুটি
প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু প্রতিষ্ঠা তো  দেবতা কিংবা মহাপুরুষের মূর্তির করা হয়।।
রোজ ছুটি পদ কিংবা পদবী আসন অলংকৃত করার জন্য
বিরামহীন সকাল থেকে রাত অবধি
প্রতিষ্ঠা তো সাধারণের হয় না কখনো
জীবনের ধাপ অতিক্রম করতে উঁচু আসনের লক্ষ্য থাকে স্থির
তাই ক্লান্তিহীন ছুটি
পদ কিংবা পদবীতে মানুষ প্রতিষ্ঠা চায়
রাজা চায় রাজ্যপাট
মন্ত্রী চায় মন্ত্রীর পাট,
আবার কেউ চায় ডাক্তার কিংবা উকিল পদে প্রতিষ্ঠিত হতে
কেউ চায় ইঞ্জিনিয়ারের পদে প্রতিষ্ঠিত হতে
আসলে প্রতিষ্ঠা মানুষ শুধু দেবতা কিংবা মূর্তিকে করে থাকে।।
আর প্রতিষ্ঠিত সেতো নিজের মেধা ও শ্রমের দ্বারাই হয়ে থাকে।।