প্রশ্ন?


কতটা  উদার হলে মানিয়ে নেয়া যায়
সংজ্ঞা তখন খাঁচাবন্দি নেইকো উপায়!
কতটা নম্র হলে ঔদ্ধত‍্য সহ‍্য করা যায়
সহনশীল সংবেদনশীল ধাতুতে গড়ায়!!


কতটা উদার হলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়
কাঁচা সোনা পোক্তের মত নিখুঁত নয়!
কতটা ক্ষুদ্র জীবনে মানিয়ে নেয়া যায়
লিপ্সা কেন মানুষকে অমানুষ গড়ায়?


কতটা নিচে নামলে দিন রাত্রি সমান হয়
নিম্নমুখী চেতনার আভরণ হৃদয়ে গড়ায়!
কতটা অহং থাকলে জাতভেদ করা যায়
ভদ্রবেশী মুখোশ পরে ক্ষমতার লড়াই!!


কতটা বিনয়ী হলে অপ্রকাশিত দাতা হওয়া যায়
স‍ৎ,দক্ষ,বলিষ্ঠ নেতৃত্বে জীবনের বাকিটুকু সময়
কতটা নৈতিক হলে দরিদ্রের ক্লিষ্ট ঘোচা যায়
অপূর্ণ ইচ্ছেগুলো বিলীন করে নিজের স্বইচ্ছেয়।।


☆☆রিনা দাস
17.09.2022.