শেষ কোথায়!


যে মেয়ের জন্ম হয় দায়িত্ব পালনের মাঝে
যে মেয়ের বাঁচতে শিখতে হয় সমঝোতায়
যে মেয়ের ভাবতে হয় দুঃখের মাঝে
ক্লান্ত সে জবাবদিহিতার দেরাজে।


যে মেয়ের শৌখিনতার গল্প শোনে অবাকপানে
যে মেয়ের আনন্দ দুঃখের প্লাবনে ঢাকে
যে মেয়ের স্নেহের স্হানে শাসন মেনে
ক্লান্ত সে প্রথা নীতির দৃষ্টিকোণের বেড়াজালে!


যে মেয়ের সিঁড়ির ধাপে মেপে
যে মেয়ের শিক্ষার গন্ডি বেড়িগ্রেটে
যে মেয়ের স্বচ্ছ প্রকাশ মেপে
ক্লান্ত সে স্বাত্বাধিকার শৃঙ্খল প্রকোষ্ঠে!


যে মেয়ের অনুপ্রবেশ মেপে
যে মেয়ের অনুপযুক্ততে লিঙ্গের বৈষম‍্যে
যে মেয়ের উচ্চাকাঙ্খা মেপে
ক্নান্ত সে ভেদাভেদ দৃষ্টির সমাজ কাঠামোতে!


যে মেয়ের প্রশংসার স্হানে বিদ্রূপাত্মক মন্তব্যে
যে মেয়ের দায়িত্ব শুধু দায়বদ্ধতে
যে মেয়ের জীবন তদারকি ওয়াকিবহলে
ক্লান্ত সে ক্লান্ত সে
এর শেষ কোথায়!


☆☆®D
17.08.2023.