গড়ে ক'জনা ভাঙ্গে তো অন্দরে-বাহিরে
সেতুর মত বাঁধন শক্ত থাকে কি অন্তরে?
রোজ ভাঙ্গে আধাপোক্ত সেতুর ঢাল
অনিচ্ছা সত্ত্বেও দূরত্ব বাড়ে সম্পর্কেতে!!


মানিয়ে আর গুছিয়ে নিতে অপরাগ বুদ্ধিতে
দম্ভ ,রোষে পুষ্ট অহমিকা থাকে হৃদযন্ত্রে..
গড়তে জানা দুর্লভ প্রিয় থাকেনা সহজলভ্যতে
অপ্রিয় হলেও শান্তি রচে নিখুঁত সুকৌশলে।।


নিরেট অভিপ্রায় নিরেট প্রাপ্তিযোগ সেতুর আনন্দে
ক'জনা যাচাই করে সত্য উপলব্ধির টানে...
বাঁধন ছিন্নে ছন্নছাড়া প্রীতির ঔদার্য্যের সম্পর্কে
গড়ার থেকে ভাঙার তাড়া থাকে প্রবল বাসনাতে।।


অসীম প্রবৃত্তি ঘিরে গহীনে নচেৎ তুচ্ছে
শৃঙ্গার জয়ের নেশার মত ভাবনাগুলো গভীরে
ভাবে ক'জনা এ নয় দৈবাৎ প্রাপ্ত
গড়ে নিধি শক্ততে অস্তিত্বে শান রাখে প্রভূত।।