যুদ্ধ


যুদ্ধ দেখিনি কোনদিন আমি
দেখেছি যুদ্ধের রুদ্রমূর্তি!
দেখেছি হাহাকারের প্রতিধ্বনি চারিদিকে বিচ্ছুরিত হতে
রক্তক্ষরণে সংযম  হতে
দেখেছি খুব কাছে থেকে বিবেকের বিকিয়ে দিতে
দেখেছি সম্ভ্রম টিকিয়ে রাখতে
গৃহযুদ্ধের সংঘাত !
বিবেকের বোবাকান্নায় নিজেকে আত্মসমর্পণ দিতে
একরাশ হতাশা নিয়ে শুয়োপোকার মত গুটিয়ে নিতে
লাইটপোস্টের অনির্দিষ্টকালের ধর্মঘট হতে।
ধীরে স্থবির হয়ে পিছুটানের আশংকায় চলমান দেহরথের ছুটে চলতে
খেয়ালে বশ্যতা স্বীকার করতে
বিশ্ববাসী যখন বলে তরোয়াল বিহীন যুদ্ধ নাকি হয় না
ঠিক তখন আমি দেখি এ যুদ্ধে সামিল গোটা বিশ্ব
রুদ্রমূর্তিতে নয় -------
সম্মান টিকিয়ে রাখতে;
বিবেকের তাড়নায় ;
সুশীল ব্যবভ্যতার তাড়নায়
কুৎসিত সৌন্দর্যতায় মুখোশ উন্মোচনের তাড়নায় নিজেকে
এড়িয়ে চলতে
-- যুদ্ধ --
এ বিশ্বলয়ে
এ বিশ্বলয়ে
এ বিশ্বলয়ে।


রি ---
১১.০৩.২০২৪.